চুয়াডাঙ্গার ২ বীর সন্তানদের স্মরণে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ

স্টাফ রিপোর্টার

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪-এ শহিদ হওয়া চুয়াডাঙ্গার ২ বীর সন্তানদের স্মরণে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সাহিত্য মঞ্চ সংলগ্ন স্থানে দুইটি কৃষ্ণচূড়া চারা রোপণ করা হয়। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪-এ শহিদ হওয়া বীর সন্তানদের স্মরণে “এক শহিদ, এক বৃক্ষ” কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গায় এ চারা রোপন করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ কুষ্টিয়ার সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মসূচিতে শহিদ মো: শাহারিয়ার পিতা আবু সাইদ,  শহিদ মো: মাসুদ রানার সহধর্মিনী জান্নাতুল ফেরদৌস সাফা ও মেয়ে আরোবী বিনতে মাসুদ স্বহস্তে এই দুইটি কৃষ্ণচূড়া চারা রোপণ করেন। পরে দুটি কৃষ্ণচূড়া গাছের গোড়াই শহিদ মো: শাহারিয়ার ও শহিদ মাসুদ রানা মুকুলের নাম ফলক দেয়া হয়। এ সময় শহিদ মাসুদ রানা মেয়ে ও স্ত্রী গাছের গোড়াই পানি দেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জহিরুল ইসলাম,  চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম-সেবা), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার এম. সাইফুল্লাহ, চুয়াডাঙ্গা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, সহকারী কমিশনার ভূমি আশিষ মমতাজ, জেলা জাসাসের সাধারন সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মূখ্য সংগঠক সজিবুর রহমান, মাহফুজ হোসেনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সামাজিক বন বিভাগের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং এই উদ্যোগের মাধ্যমে শহিদদের ত্যাগের স্মৃতিকে প্রজন্ম থেকে প্রজন্মে ধরে রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে বৃক্ষরোপণ শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করনে কালেক্টটরেট মসজিদের ঈমাম কারী কবির আহমেদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *