স্টাফ রিপোর্টার
ডিঙ্গেদহ বাজারে ঔষধ প্রশাসন মোবাইল কোর্ট চালিয়ে ২ দোকানিকে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা ঔষধ প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল বেলা সাড়ে ১২ টা থেকে পৌনে ২ টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নাঈমের নেতৃত্বে চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় নকল ভেজাল, আনরেজিস্টার্ড, মেয়াদোত্তীর্ণ, অনুমতি ছাড়া ভারতীয় ও চায়না থেকে আনা ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রয় ও সংরক্ষণের অপরাধে ডালিয়া ফার্মেসীকে ১ হাজার ৫ শ টাকা এবং আমেনা মেডিকেল হলকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ঔষধ ও কসমেটিকস্ আইন-২০২৩ এর ৪০(খ) ও ৪০ (গ) ধারার লংঘনে ২টি মামলায় মোট সাড়ে ৪ টাকা জরিমানা করা হয়। এছাড়াও আনরেজিস্টার্ড, ফিজিসিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন ঔষধ তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল।