আলমডাঙ্গা শহরের গরুর দৌরাত্ম্য কমাতে প্রশাসনের গণ বিজ্ঞপ্তি

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গা  উপজেলা ও পৌরসভা আওতাধীন এলাকায় রাস্তাঘাটে উন্মুক্তভাবে গবাদিপশু ছেড়ে দেওয়ার বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করেছে। এ বিষয়ে গতকাল গণবিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উন্মুক্তভাবে গবাদিপশু ছেড়ে দেওয়ার কারণে রাস্তায় চলাচলের সময় দুর্ঘটনা ঘটছে এবং সাধারণ মানুষের জানমালের ক্ষতির পাশাপাশি সড়ক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায়, গবাদিপশুর মালিকদের তাদের পশু নিজ দায়িত্বে লালন-পালনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, গত বেশকিছুদিন যাবত আলমডাঙ্গা পৌর এলাকায় বেশ কিছু গরু উন্মুক্ত ভাবে ঘোরাঘুরি করতো। তাদের মল মূত্রে শহরের রাস্তা, ফুটপাত অপরিষ্কার হতো সেই সাথে ঘটে দূর্ঘটনা। শহরের বাসিন্দারা কতৃপক্ষের কাছে অভিযোগ জানিয়ে আসছিল। এ ব্যাপারে আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ডা মো আব্দুল্লাহ আল মামুন দীর্ঘ দিন যাবত গরুর কারনে নগরবাসীর স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে আমরা জনসচেতনতা সৃষ্টি সহ প্রশাসনের কাছে অভিযোগ করে আসছি। অবশেষ কর্তৃপক্ষ ব্যাবস্থা গ্রহণ করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ। প্রশাসনের এই উদ্যোগে সড়কে গবাদিপশুর উন্মুক্ত বিচরণ সমস্যার স্থায়ী সমাধান করে পথচারীসহ সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনবে মনে করছে সচেতন নাগরিকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *