চুয়াডাঙ্গায় ছাত্রদল উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি

স্টাফ রিপোর্টার

জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন জেলা ছাত্রদলের নেতা ওয়ালিদ হাসান। গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চুয়াডাঙ্গার বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করে। কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজ, চুয়াডাঙ্গা আলিয়া মাদ্রাসা এবং ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি প্রাঙ্গণে শতাধিক ফলজ, বনজ, ঔষধি ও ফুলের গাছ রোপণ করা হয়। বৃক্ষরোপণের সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শিক্ষক, প্রতিনিধি এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেন। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনের আহ্বান জানিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা ও দিকনির্দেশনাও তুলে ধরেন আয়োজকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *