আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা জানিয়েছে আর.এম.পি ওয়েলফেয়ার সোসাইটি আলমডাঙ্গা উপজেলা শাখা। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে কালিদাসপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাকেরুল ইসলাম।
তিনি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। একজন সাংবাদিকের নির্ভীক ও দায়িত্বশীল ভূমিকা সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখে। নবনির্বাচিত প্রেসক্লাব নেতৃবৃন্দ পেশাদার সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করবেন—এমনটাই প্রত্যাশা।
সংবর্ধিত নেতৃবৃন্দ হলেন, আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ হাসান ও সাধারণ সম্পাদক নাজমুল হক শাওন, সাংগঠনিক সম্পাদক এম সন্জু আহমেদ, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম রোকন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ইলিয়াস হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, আসাদুজ্জামান সেন্টু, জহুরুল ইসলাম, হাসাদুল ইসলাম, মল্লিক লিটন, আলী মুকুল, জাকির হোসেন, রাশেদুল ইসলাম, হুজজাতুল ইসলাম, সাদেকুল ইসলাম, আজিবুল হক পিন্টু, আইজ উদ্দিন, ওহিম উদ্দিন, মিন্টু, আমজেদ হোসেন, সবুজ, কামাল হোসেন, শ্রী প্রদীপ কুমার, সোহেল, মিলন, শাফায়েত উল্লাহ, আরমান, সোহাগ, হারুন অর রশিদ ও মুরছালিন।
বক্তারা বলেন, একটি সক্রিয় ও দায়িত্বশীল প্রেসক্লাব সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখে। নবনির্বাচিত এই নেতৃত্ব গণমানুষের পক্ষে থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে, এমন প্রত্যাশা সবার। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত নেতাদের সম্মানে আপ্যায়নের আয়োজন করা হয়।