স্টাফ রিপোর্টার
দামুড়হুদায় কর্মপরিষদ ও বিভাগীয় দায়িত্বশীলদের শিক্ষাশিবিরে চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং জেলা আমীর রুহুল আমিন বলেছেন, ভাতের অধিকার, শিক্ষার অধিকার, চিকিৎসার অধিকার, নিরাপত্তার নিশ্চয়তা দেবে জামায়াত। মানবতার কল্যাণ সাধনে জামায়াত সচেষ্ট থাকবে। নতুন বাংলায় বৈষম্যের ঠাই নাই। গতকাল শনিবার বেলা ১টায় দামুড়হুদা উপজেলার দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষাশিবিরের প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
দামুড়হুদা উপজেলা আমীর নায়েব আলীর সভাপতিত্বে ও দামুড়হুদা উপজেলা জামায়াতের সেক্রেটারী আবেদ-উদ-দৌলার উপস্থাপনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী আব্দুল কাদের ও জেলা কুরআন প্রশিক্ষণ বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন ও জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন। উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর আব্দুল গফুর ও যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুল খালেক।
এদিকে সকাল নয়টায় জেলা কার্যালয়ে বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি আলতাফ হোসাইনের সভাপতিত্বে জেলা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির রুহুল আমিন। তিনি বলেন চলমান কৃত্রিম সার সঙ্কটের কারণ উদঘাটন করতে হবে উপজেলা, থানা সদরে কৃষক ভাইদের সাথে নিয়ে চলতি আমন মৌসুমে ন্যায্য মূল্যে সার সরবরাহে নিশ্চিত করনের দাবি এবং সিন্ডিকেটের মাধ্যমে অতি মুনাফা কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সার, বীজ, কীটনাশক সহ কৃষিপণ্যের মূল্য কৃষক ভাইদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি জানাতে হবে । নিজের বাড়িতে, সামাজিক প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ ও বিতরণ করতে হবে। এছাড়া বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য মাফিজুর রহমান, জেলা সহ-সভাপতি আব্দুর রউফ, আব্দুস সালাম, জেলা সেক্রেটারী আবুল কালাম আজাদ। আলমডাঙ্গা উপজেলা , পৌর শাখা, জীবন নগর উপজেলা, চুয়াডাঙ্গা সদর উপজেলা, চুয়াডাঙ্গা পৌর শাখ, দামুড়হুদা উপজেলা ও দর্শনা থানা শাখা সমুহের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্য দিকে সকাল সাড়ে ৭ টায় গুলশানপাড়ার রাশেদ আল আছলি মসজিদে জামায়াতের পেশাজীবি সংগঠনের আয়োজনে পেশাজীবি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের জেলা আমীর রুহুল আমিন, বিশেষ অতিথি ছিলেন পেশাজীবি সভাপতি অধ্যাপক খলিলুর রহমান,চুয়াডাঙ্গা পৌর আমীর হাসিবুল ইসলাম। সভাপতিত্ব করেন ব্যাংক কর্মকর্তা দেলোয়ার হোসেন ও পরিচালনা করেন হোমিওপ্যাথি এসোসিয়েশনের সভাপতি ডা: রফিকুল ইসলাম।