স্টাফ রিপোর্টার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গাসহ দেশের ৭ জেলার কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। আহ্বায়ক কমিটির নির্ধারিত মেয়াদ অতিক্রান্ত হওয়ায় কার্যক্রম স্থগিত করেছে সংগঠনটি। গতকাল শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইমামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর, ঝিনাইদহ, গাইবান্ধা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও বরিশাল জেলা শাখা আহ্বায়ক কমিটিসমূহের নির্ধারিত মেয়াদ অতিক্রান্ত হওয়ায় উক্ত কমিটিসমুহের সকল ধরণের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো। এদিকে কমিটি স্থগিত ঘোষণার খবর ছড়িয়ে পড়লে চুয়াডাঙ্গায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে।
এক ফেসবুক পোষ্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার সদ্য সাবেক সদস্য সচিব সাফফাতুল ইসলাম বলেন, চুয়াডাঙ্গা এর আর কোন অফিসিয়াল পরিচয় থাকলো না সাবেক হয়ে গেলাম আলহামদুলিল্লাহ। যে দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছিলো সেটা থেকে অফিসিয়ালি মুক্তি পেলাম। আমি চেষ্টা করেছি আমার যায়গা থেকে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ কাজ করার। আগামীতেও নতুন কোন পরিচয়ে আমাকে রাজপথে পাবেন ইনশাআল্লাহ। রাজপথই কেবল আমার পরিচয়, দোয়ার দরখাস্ত সকলের কাছে।
এক প্রতিক্রিয়ায় সংগঠনের জেলা কমিটির সদ্য সাবেক আহ্বায়ক আসলাম হোসেন অর্ক বলেন, সব সময় মানুষের জন্য কাজ করতে চাই। আগামীতে সামাজিক কাজ করে যাবো। এ মুহুর্তে কোন দলে অন্তভূক্ত হতে চাচ্ছি না। আহ্বায়ক কমিটির মেয়াদ ছিলো ৬ মাস। ২০২৪ সালের নভেম্বর মাসে জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিলো। মেয়াদ ছিলো ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত। জেলা কমিটির পাশাপাশি উপজেলা কমিটিও স্থগিত করা হয়েছে।