আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি ছমিরুল ইসলামকে অস্ত্রধারী সন্ত্রাসীদের দ্বারা শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে আলমডাঙ্গা উপজেলার খাসকররা বাজারে এই বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়ন জামায়াতের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারী মামুন রেজার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু।
প্রধান অতিথির বক্তব্যে শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু বলেন, “ছমিরুল ইসলামের ওপর এই বর্বরোচিত হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
সভায় আরও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা আমীর শফিউল আলম বকুল, পৌর জামায়াতের আমীর মাহের আলী, পৌর সেক্রেটারী মসলেম উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, জনগণ এখন আর ভীত নয়, জামায়াত শান্তিপূর্ণ রাজনীতির মাধ্যমে জনগণের অধিকার আদায়ে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
প্রতিবাদ সভার পূর্বে খাসকররা বাজার এলাকা প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল ও সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।