দর্শনা অফিস
শিশু জন্মের ২৪ ঘন্টার মধ্যেই জন্ম সনদ দেয়া হলো দর্শনা পৌরসভা থেকে। গত পরশু মঙ্গলবার রাতে দর্শনার একটি ক্লিনিকে শিশুর জন্ম সনদ ও ফুলেল তোড়া হাতে নিয়ে পৌরসভার স্বাস্থ্য কর্মিরা পৌছান। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্রের নির্দেশনায়, দর্শনা পৌর প্রশাসক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএইচ তাসফিকুর রহমানের নেতৃত্বে এ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
জানা যায়, গত ৮ জুলাই মঙ্গলবার রাতে দর্শনা পৌরসভার পুরাতন বাজারস্থ একটি বেসরকারি ক্লিনিকে রামনগরের রিমন -হোসেন-টুম্পা খাতুন দম্পতির কন্যা সন্তান ভুমিষ্ট হয়। এ খবর পাওয়ার পরপরই দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্রের নির্দেশনায় ও দর্শনা পৌর প্রশাসক কেএইচ তাসফিকুর রহমানের নেতৃত্বে পৌরসভার জন্ম ও মৃত্যু নিবন্ধন দল যাবতীয় তথ্য সংগ্রহ করে। ২৪ ঘন্টার মধ্যেই জন্ম সনদ প্রস্তুত করে ক্লিনিকে অবস্থানরত নবজাতক শিশু রুকাইয়া জান্নাতের পিতা-মাতার হাতে পৌঁছে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, দর্শনা পৌরসভার প্রধান সহকারি রুহুল আমীন খান, টিকাদান সুপারভাইজার আব্দুল মজিদ, জন্ম ও মৃত্যু নিবন্ধন সহকারী মেহেদী হাসান, পৌরসভার স্বাস্থ্যকর্মী, কাকলী খাতুন, মাকসুদা খাতুন, নিপা মোনালিসা, শ্যামলি খাতুন ও মাসুমা খাতুন।