মেহেরপুর অফিস
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মেহেরপুর জেলা শাখার আয়োজনে সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকালে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফয়েজ মোহাম্মদের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা সাঈদ ইকবাল মাহমুদ টিটো। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন। এছাড়াও বিশেষ অতিথি বুয়েট ছাত্রদলের সাবেক সভাপতি আল মামুন গাজী, ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক ডা. সাব্বির শরিফ, বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম।
উদ্বোধনী আলোচনায় উদ্বোধক সাঈদ ইকবাল মাহমুদ টিটো বলেন, যারা আওয়ামী ফ্যাসিজমের সাথে সরাসরি অংশগ্রহণ করেছিলো তাদেরকে আমরা দলে চাই না, তারা যেন কেউ বিএনপির সদস্য হতে না পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি আমরা এই ফ্যাসিস্টদের পূর্ণবাসন করি, মেনে নিই তাহলে আমাদের শহীদদের সাথে বেঈমানি করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কামরুল হাসান। এসময় জেলা বিএনপির আওতাধীন উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডসহ জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।