রেজাউল মোস্তফা (চট্টগ্রাম )
‘সান্নিধ্য’ – একটি সামাজিক যুব সংগঠন, যার মূল মন্ত্র ‘মানবতা, উৎসর্গ, সম্প্রীতি’। সমাজের জন্য যুবদের কার্যক্রম সবসময়-ই অনুকরণীয়। সমাজের পাশাপাশি পরিবেশের প্রয়োজনীয়তা নিবারণে সান্নিধ্য’র এবারের বিশেষ আয়োজন চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে দুই শতাধিক বৃক্ষের চারা রোপণ ও পরিচর্যা, যার সম্পূর্ণ দায়িত্ব পালন করবে সান্নিধ্য’র স্বেচ্ছাসেবকরা। এর-ই ধারাবাহিকতায় গতকাল ৩০ই জুন নগরীর কোতয়ালী থানাধীন ৩৩নং ফিরিংগী বাজার এলাকায় প্রথম ধাপে বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন হয়। এতে এই সময় সান্নিধ্য’র সভাপতি দীপ্ত বিশ্বাসের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৩নং ফিরিংগী বাজার ওয়ার্ড সচিব আব্দুল হালিম, সান্নিধ্য’র প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল সোবহান রাহাত সহ সান্নিধ্য’র সদস্যবৃন্দ। এসময় অতিথিবৃন্দ এই আয়োজনের প্রশংসা করেন এবং যুব সমাজকে নিজ নিজ পরিবারের সাথে দেশের স্বার্থেও এগিয়ে আসার জন্য আহ্বান জানান।