মহেশপুর ও বেনীপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ১৫ জন বাংলাদেশী নাগরিক আটক

স্টাফ রিপোর্টার

মহেশপুর ও বেনীপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ১৫ বাংলাদেশী নাগরিক আটক করা হয়েছে। গত দুই দিনে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় বিজিবি তাদেরকে আটক করে। আটককৃতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। এরা দেশের বিভিন্ন এলাকার বাসিন্দা।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান প্রেসবিজ্ঞপ্তিতে জানান, রবিবার রাত ৯টার দিকে খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/৭৪-আর হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোশালপুর গ্রামের মোঃ হাবু এর বাগানের মধ্যে হতে হাবিলদার মোঃ গোলাম মাওলা এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ৪ জন নারীকে বাংলাদেশী নাগরিক আটককে করা হয়। গতকাল সোমবার সকাল ১০ টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৩৭-আর হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামে হাবিলদার মোঃ গোলাম মাওলা এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ২ জনকে আটক করা হয়। এদের মধ্যে ১ জন পুরুষ ও ১ জন নারী। আটক সজিব (২৪) ঢাকা জেলার সাভার থানার বাসিন্দা। একই দিন বেলা ১২ টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৪১-আর হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামের মসজিদের সামনে হতে নায়েক অখিল চন্দ্র হাজরা এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ২ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। এদের মধ্যে ১ জন নারী ও ১ জন পুরুষ। দুপুর দেড় টার দিকে জীববনগর বেনীপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/১৪-এস হতে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোঃ আছের আলির বাগানের মধ্যে হতে সুবেদার মোঃ শরাফত আলী এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ৭ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। এদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। আটক পুরুষ রবিন দাস (২৬) ও শুভ কান্তি দাস (৪৪)। কক্সবাজার জেলার চকরিয়া থানার বাসিন্দা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *