দর্শনা অফিস
দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির দায়িত্ব হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে দর্শনা প্রেসক্লাব কার্যালয়ে এক জমজমাট ও আনুষ্ঠানিকতার আয়োজনের মধ্যে দিয়ে এই দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন করা হয়। দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নির্বাচন সিলেকশন কমিটির প্রধান মনিরুজ্জামান ধীরুর সভাপতিত্বে শুুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেকশন কমিটির সদস্য ওয়াসিম রয়েল, কামরুজ্জামান যুদ্ধ, হানিফ মন্ডল, সাবেক সভাপতি জাহিদুল ইসলাম ও হাসমত আলি।
পরে সভাপতি মনিরুজ্জামান ধীরু সমাপনি বক্তব্য দেয়ারপর প্রেসক্লাব সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারন সম্পাদক মনিরুজ্জামান সুমন ও সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন ও সাধারন সম্পাদক মাসুম বিল্রাহ এর হাতে প্রয়োজনীয খাতাপত্র কাগজপত্র তুলে দিয়ে দায়িত্ব হস্তান্তর করা হয়। এ সময় দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সকল সদস্য উপস্থিত ছিলেন।