জীবননগরে আম্রপালি আমের বাগান নিয়ে বিপাকে চাষিরা অগ্রিম টাকা দিয়ে বাগান কিনেও আম নিতে চাচ্ছে না ব্যাপারীরা

উথলী প্রতিনিধি

জীবননগর উপজেলার উথলী ইউনিয়নে আম্রপালি আমের বাগান নিয়ে বিপাকে পড়েছে চাষিরা। এক থেকে দেড় মাস আগে বাগান সহ আম বিক্রি হয়ে গেলেও এখন আম সংগ্রহের জন্য বেপারীরা বাগানে আসছেন না। এতে আম্রপালি গাছ থেকে আম ঝরে পড়েছে ও অধিক বৃষ্টিপাতের কারণে অনেক আম নষ্ট হয়ে যাচ্ছে। আবার যেসকল বাগান মালিকেরা বেশি দামের আশায় আম বাগান বিক্রি না করে রেখে দিয়েছিলো তারা এখন আর আম বিক্রির জন্য পার্টি খুজে পাচ্ছে না। এতে করে চরম দুশ্চিন্তায় পড়েছে আম চাষিরা। কিছু কিছু বাগান থেকে চুক্তি ছাড়াও কম টাকা দিয়ে বাগান থেকে  আম নিয়ে যাচ্ছে বেপারীরা।

এই এলাকার আম চাষিরা হিমসাগর, বোম্বাইসহ আগাম জাতের আমগুলো ভালো দামে বিক্রি করতে পারলেও এখন আম্রপালি আম নিয়ে বেশ বিপাকে পড়েছে তারা। উথলী গ্রামের আম চাষি শহিদুল হক পবন বলেন, আমি ৩ বিঘা আম্রপালি আমের বাগান মাস দেড়েক আগে এক বেপারীর কাছে ১ লক্ষ ৪ হাজার টাকায় বিক্রি করেছিলাম। প্রথমে তাদের কাছ থেকে ১৭ হাজার টাকা অগ্রিম নিয়েছিলাম। আম পাড়ার উপযুক্ত সময়ে তারা বাগানে আম নিতে আসছে না। আমি তাদের কাছে বারবার ফোন দিই কিন্তু রিসিভ করে না। এদিকে প্রতিদিন বাগানে অনেক আম ঝরে যাচ্ছে। বৃষ্টির কারণে আমের মধ্যে পোকা সৃষ্টি হচ্ছে।

একই গ্রামের আরেক আমচাষী তুহিন আলী বলেন, আমি চার বিঘা আমের বাগান দেড় লক্ষ টাকায় বিক্রি করেছিলাম। বাগানের মধ্যে কিছু হিমসাগর আমের গাছ ছিলো। গাছ থেকে হিমসাগর আম অনেক আগেই পেড়ে নিয়ে গেছে। কিন্তু আম্রপালি গাছের আম নেওয়ার খোঁজ ছিলো না বেপারীদের। পরে চুক্তি ছাড়াও ১৫ হাজার টাকা কম দিয়ে আম পেড়ে নিয়ে গেছে তারা।

আরেক আম চাষি আমজেদ আলী বলেন, আমার দেড় বিঘা জমিতে  আম্রপালি আম খুচরা বিক্রি করবো বলে রেখে দিয়েছিলাম। কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারনে অনেক আমের মধ্যে পোকা সৃষ্টি হয়েছে। গাছের নিচেই ঝরে পড়ছে আম। তাছাড়া বাজারে তেমন দাম নেই।

স্থানীয়রা বলছেন, এবার আগাম বর্ষার কারনে আম্রপালি আমের চাহিদা কমে গেছে। তাছাড়া অতিরিক্ত বৃষ্টির কারনে অনেক আমে পোকা সৃষ্টি হয়েছে। বাজারে এই আমের দাম কম থাকায় বেপারীরা বাগান থেকে আম সংগ্রহ করতে বিলম্ব করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *