হাসাদাহ প্রতিনিধি
দীর্ঘদিনের প্রতীক্ষিত জীবননগর উপজেলা হাসাদাহ ফল বাজারের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মনিবার বেলা ১১টার দিকে হাসাদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়র হোসেন খাঁন খোনক।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মঈন। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাসাদাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাষ্টার, সহ-সভাপতি শফিকুল আলম লিটন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, হাসাদাহ ইউনিয়ন যুবদলের সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক শামীম শেখ, থানা মৎস বিষয়ক সম্পাদক সামছুল আলম বিজিবি সদস্য( অবসরপ্রাপ্ত) হাসাদাহ ইউনিয়ন বিএনপির কৃষক দলের সভাপতি আমিনুর রহমান ও বাজারের ফল ব্যাবসায়ীরা সহ অত্র এলাকার চাষীরা।
এসময় উপস্থিত চাষীরা অত্যান্ত আনন্দের সাথে বলেন, এলাকার সকল ধরনের চাষীরা উপকৃত হয়েছেন এই কাঁচাবাজারটি হওয়ায়, এখন আমাদের সকলের চেষ্টা থাকবে এই বাজারটিকে প্রতিষ্ঠিত করা। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন হাসাদাহ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম।