মাকে শেষবারের মতো দেখতে প্যারোলে মুক্তি পেলেন মেহেরপুর ষোলটাকা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশা

মেহেরপুর অফিস

মাকে শেষবারের মতো দেখতে ও জানাজায় অংশগ্রহণের জন্য ২ ঘন্টার প্যারোলে মুক্তি পেয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশা। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। সরকার পরিবর্তনের পর বেশ কয়েকটি মামলার আসামি হয়ে পলাতক অবস্থায় গ্রেফতার হন আনোয়ার হোসেন পাশা। তিনি আদালতের নির্দেশে কারাগারে রয়েছেন।

জানা গেছে, গত সোমবার বিকেল ৩টার দিকে চেয়ারম্যান আনােয়ার হােসেন পাশার মা জাহানারা বেগম (৭২) কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মায়ের জানাজা ও দাফনে অংশ নেওয়ার সুযোগ দিতে পরিবারের পক্ষ থেকে আনোয়ার হোসেন পাশাকে প্যারোলে মুক্তি দিতে আইনজীবীর মাধ্যমে মেহেরপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর আদেশে মঙ্গলবার সকাল ৯ থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।

মেহেরপুর কারাগারে জেলার নাজিম উদ্দিন জানান, মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে আদালতের নির্দেশে আসামি আনােয়ার হােসেন পাশা প্যারোলে মুক্তি পান। দাফন শেষে পুলিশি পাহারায় তাকে আবার কারাগারে নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *