আন্দুলবাড়িয়া প্রতিনিধি
জীবননগরের আন্দুলবাড়িয়া কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে সংবর্ধনা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১ টায় কলেজ অ্যাসেম্বিলিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ অধ্যক্ষ এসএম এনায়েতুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- অ্যাডহক গর্ভনিং কমিটির সভাপতি শেখ সাইদুর রহমান বাবু। অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলোয়াত করেন পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক আবুল বাসার। প্রভাষক বাবুল হোসেনের উপস্থাপনায় বিদায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ এনায়েতুল হক, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক আবুল কাফি, পৌরনীতি ও সুশান বিভাগের প্রভাষক জামিল হোসেন, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক এমাজ উদ্দিন, সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক আহসান হাবিব, প্রভাষক হাফিজুল ইসলাম, আন্দুলবাড়িয়া প্রেসক্লাব সভাপতি নারায়ণ ভৌমিক, যুবদলনেতা মোল্লা ফয়েজ আহম্মেদ ও হাসানুজ্জামান খান পল্লব প্রমুখ। বিশেষ শিক্ষা ব্যবস্থায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করায় কেশব কুমার প্রমানিক, জান্নাতি তাজমীরা ও মারিয়া খাতুনকে আনুষ্ঠিানিকভাবে শুভেচ্ছা উপহার দেয়া হয়। এছাড়া সকল পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতারন করা হয়। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন প্রভাষক আবুল বাসার। উল্লেখ্য এ বছর এইচএসসি পরীক্ষায় ৩৫ জন মেয়ে ও ১৭ জন ছেলে অংশ গ্রহন করবে।