আলমডাঙ্গার টেকভিশন একাডেমি ও অ্যাডমিশন কেয়ারের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গার টেকভিশন একাডেমি ও অ্যাডমিশন কেয়ার-এর এইচএসসি ব্যাচ-২০২৫ শিক্ষার্থীদেরকে নিয়ে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টার দিকে লায়লা কনভেনশন হলরুমে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। অতিথিদের আসন গ্রহণ, ফুল দিয়ে বরণ করা হয়। আলমডাঙ্গার টেকভিশন একাডেমি ও অ্যাডমিশন কেয়ারের পরিচালক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন শুভর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এস জোহা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ওমর ফারুক।

হ১াফেজ গোলাম রাব্বির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আসলাম হোসেন অর্ক, প্রভাষক আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজ ও জামায়েতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার আমীর শফিউল আলম বকুল, আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিস একাডেমি সুপারভাইজার ইমরুল হক, পারদূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কবি এম জামিরুল ইসলাম খান জামিল মীর শামসুল ইসলাম, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক বেলাল উদ্দিন, সাংবাদিক ও পরিচালক মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি মুরশিদ কলিন, আলমডাঙ্গা উপজেলা শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সভাপতি আখতারুজ্জামান।

অনুষ্ঠানে মডেল টেস্ট পরীক্ষায় প্রথম স্থান অধিকারকারী প্রত্যাশা অভিভাবক হিসেবে ছিলেন প্রত্যাশা সুলতানা মিষ্টির আম্মু পারভীনা সুলতানা এবং তার মামা মশিউর রহমান এবং দ্বিতীয় স্থান অধিকারী তিশার আম্মু মনোয়ার খাতুন। অপরদিকে বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন মায়া, এনি, নুরজাহান , তাজিন মিষ্টি, তিশা, মুনিয়া, তাজরিন, ঋতু প্রিয়া, রত্না ,বর্ষা, জিম, ইভা, নকশী, রাত্রি, সামিয়া, জেরিন, জিসা, সুমাইয়া, রোজা, জুই, রত্না, হুমায়রা,এরিনা,আয়েশা,জান্নাত ,মাহফুজা,রিফাত আজমাইন,প্রান্ত,রাফেজ . রুবেল,তাসকিন,সাজ্জাদ মিরাজ,আমান ,জিহাদ ,হোসাইন,নাঈমুল, শাওন   রবিন১, সোহাগ , শুভ, রাফিদ , রত্না২ সায়েম, সাব্বির, রাসের , তৌফিক, রাশেদুল, পল্লব, আরিফুল, নাঈম২, মিলন, সাজ্জাদ, জীবন, রাকিব, জসিম , জুবায়ের, মাহিন, পলাশ, তাসকিন প্রমুখ। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান, বিদায়ী শিক্ষার্থীদের ফাইল, কলম প্রদান অবশেষে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে শেষ হয়। তবে অনুষ্ঠানে শিক্ষক ও কবি এম জামিরুল ইসলাম খান জামিলের প্রাণবন্ত আড্ডা ছিলো চোখে পড়ার মত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *