স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় সেনাবাহিনী-পুলিশ যৌথ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবদল নেতা মিলন আলী লিমনকে (৪০) আটক করা হয়েছে। গতকাল শনিবার ভোর ৫ টার দিকে লিমনকে তার বাড়ি থেকে আটক করে। তিনি চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়ার এতিমখানা রোডের বাসিন্দা। লিমন চুয়াডাঙ্গা পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হোসেনের ছেলে
চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোর ৫ টার দিকে ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের (৩৬ এডি) নেতৃত্বে লিমন আলীর এতিমখানা রোডের বাড়িতে সেনা-পুলিশ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চালায়। অভিযানে তার বাড়ির বিভিন্ন স্থান থেকে ১টি বিদেশি ৯ এমএম পিস্তল, ১টি ম্যাগজিন, ১ রাউন্ড গুলি, ১টি এন্ড্রয়েড ও ৪টি বাটন মোবাইল ফোন সেট, ধারালো ৪টি দেশীয় চাপাতি, ১টি চাইনিজ ছুরি এবং ১টি রামদা উদ্ধার করে। তার বিরুদ্ধে মামলা দিয়ে সকাল ৬ টার দিকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরীফ-উজ-জামান সিজার বলেন, লিমন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা কেন্দ্রীয়ভাবে নেয়া হবে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, সেনাবাহিনী অভিযান চালিয়ে লিমনকে আটকের পর সকালে অস্ত্র ও ম্যাগজিনসহ সদর থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। দুপুরে তাকে আদালতে নেয়া হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। তিনি আরো জানান, লিমনের বিরুদ্ধে এর আগে চুয়াডাঙ্গা সদর থানায় ২টি মামলা ও ১টি জিডি এবং ঢাকার বংশাল থানায় ১টি জিডি আছে। তবে সদর থানায় একটি মামলায় তিনি খালাস পেয়েছে।
চুয়াডাঙ্গায় সেনাবাহিনী-পুলিশ যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবদল নেতা লিমন আটক, কারাগারে প্রেরণ
