আলমডাঙ্গার গোয়ালবাড়ি গ্রামের ওয়ালিউর রহমান বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নির্বাচিত

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)-এর ২০২৩-২৫ সেশনের ১১তম সভায় সংগঠনের পরিচালক ও সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার গোয়ালবাড়ি গ্রামের সন্তান ওয়ালিউর রহমান। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আয়োজিত বোর্ড সভার সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হন।
ওয়ালিউর রহমান দীর্ঘদিন ধরে বিএফএ-র ডিরেক্টর হিসেবে দায়িত্বি পালন করে আসছেন। তিনি শুধু সংগঠনের অভ্যন্তরীণ কার্যক্রমেই নয়, বরং দেশের সার ও কৃষি-উৎপাদন খাতে একজন সক্রিয় উদ্যোক্তা হিসেবে পরিচিত। ফার্টিলাইজার ও অ্যাগ্রো বিজনেসে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা তাঁকে এ খাতে নেতৃত্ব দেওয়ার জন্য বিশেষভাবে উপযুক্ত করেছে।
নির্বাচিত হওয়ার পর তিনি বলেন, “বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। এই দেশের কৃষি ব্যবস্থাকে এগিয়ে নিতে সার শিল্পের সুষ্ঠু ও কার্যকর ভূমিকা অপরিহার্য। কিন্তু দুঃখজনকভাবে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) কার্যক্রম একেবারেই নিস্কৃয় ছিল। এখন সময় এসেছে বিএফএ-কে আরও গতিশীল ও কার্যকর একটি সংগঠনে রূপান্তর করার। আমার প্রতি আস্থা রেখে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করায় আমি ডিরেক্টর ও সদস্যবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *