স্টাফ রিপোর্টার
“একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চুয়াডাঙ্গা পৌর শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্ধোধন করা হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে চুয়াডাঙ্গা শহরের কালেক্টরেট স্কুলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সাগর আহমেদ
পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশের প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন পৌর সভাপতি আবু রায়হান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুজ্জামান, শিবিরের চুয়াডাঙ্গা সরকারী কলেজ শাখার সভাপতি পারভেজ আলম, সেক্রেটারী মাসুদুর রহমান ও পৌর সেক্রেটারী রিয়াজুল ইসলামসহ অনেকে। উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যরা যৌথভাবে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন। কর্মসুচিতে শিবিরের প্রতিটি সদস্য ১টি করে বনজ, ফলদ ওষধি গাছের চারা রোপন করবে বলে জানানো হয়েছে।
প্রধান অতিথি সাগর আহমেদ বলেন, “আজকের একটি গাছ ভবিষ্যতের জন্য আশার আলো। আমাদের প্রত্যেকের উচিত অন্তত একটি করে গাছ লাগানো এবং তা পরিচর্যার মাধ্যমে প্রকৃতিকে রক্ষা করা।” তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় ছাত্রশিবির সবসময় সচেষ্ট এবং ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম চলমান থাকবে।
চুয়াডাঙ্গা পৌর আদর্শ থানা শিবিরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
