স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলা পদ্মবিলা ইউনিয়নের কুশোডাঙ্গা গ্রামে ফাতেমা খাতুন নামে ৫ বছরের এক শিশু মারা গেছে। পরিবারের দাবি সে সাপের কামড়ে মারা গেছে। ডাক্তার বলছে সাপে কামড়ানোর কোন আলামত পাওয়া যায়নি।
গতকাল বুধবার সন্ধা সাড় ৬ টার দিকে তাকে সাপে কামড় দেয় বলে পরিবারের দাবি। নিহত শিশু ফাতেমা কুশোডাঙ্গা গ্রামের মাঝের পাড়ার কৃষক ইলিয়াসের মেয়ে।
দাদা আব্দুল হালিম জানান, বুধবার সন্ধা সাড়ে ৬ টার দিকে ফতেমা ওদের বাড়ি থেকে গলি রাস্তা দিয়ে আমার বাড়ি আসার সময় তাকে সাপে কামড়া দেয়। এসময় ফাতেমার কান্না চিৎকারে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে নেওয়ার পর জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফাতেমাকে মৃত ঘোষণা করেন। তবে দংশিত সাপটি পরিবারের কেউ দেখেনি বলেও তিনি জানান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জররী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তারেক জুনায়েদ বলেন, সন্ধা সাড়ে ৭ টার দিকে শিশু ফাতেমাকে নিয়ে হাসপাতালে আসেন পরিবারের লোকজন। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গার কুশোডাঙ্গায় সাপের কামড়ে শিশুর মৃত্যু!
