২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৬২

অনলাইন ডেস্ক

করোনায় আক্রান্ত হয়ে রাজধানীতে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (৪ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৮টার মধ্যে তার মৃত্যু হয়। এ সময়ে ২১টি নমুনা পরীক্ষা করে তিন জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে ডেঙ্গুতে কেউ মারা যায়নি।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এসব তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, করোনায় মারা যাওয়া ওই ব্যক্তি পুরুষ। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে ২০২০ সালের ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন ২৯ হাজার ৫০০ জন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৩ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ হাজার ৮৪৫ জন। এ মাসে এখন পর্যন্ত ৫০০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ডেঙ্গু নিয়ে এ বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মেতে ১ হাজার ৭৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন এবং মেতে ৩ জন মারা গেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *