বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করলো মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন

স্টাফ রিপোর্টারঃ

৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস। যথাযথ কর্মসূচি তে সমগ্র পৃথিবীতে এই দিবস উদযাপন হয়ে থাকে। আমাদের বাংলাদেশে বিভিন্ন সরকারি বা বেসরকারি উদ্যোগে দিবস টি পালন করে। প্লাস্টিক দূষণ আর নয়; বন্ধ করার এখনই সময় এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন গিরিশ নগর বাজারে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে। বৃক্ষরোপণ, প্লাষ্টিকের বিনিময়ে গাছের চারা বিতরন ও পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি পালন করা হয়।
বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক ও মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আহসান হাবিব শিপলু সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রকিব উদ্দিন ভারপ্রাপ্ত বন কর্মকতা বন বিভাগ চুয়াডাঙ্গা জেলা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান, সহকারী উপপরিদর্শক, তিতুদহ পুলিশ ফাঁড়ি। প্রধান অতিথি বলেন প্লাষ্টিক আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর, ক্যান্সার সহ অনেক রোগের ঝুকি বাড়ে। এজন্য উচিত আমাদের সচেতন হওয়া, যেখানে সেখানে পলিথিন ফেলবো না।
বিশেষ অতিথি বলেন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানবতার জন্য সংগঠনের যে কর্মসূচি তা প্রসংসনীয়, প্লাস্টিকের বিনিময় গাছের চারা এটা খুবই চমৎকার। আমরা নিজ নিজ জায়গা থেকে এই তথ্য ছড়িয়ে দিলে কিছুটা হলেও পৃথিবীর উপর দূষণের হার কমবে।
সংগঠনের সভাপতি বলেন আমাদের সংগঠন কাজ করে তৃনমূল হতে। তাই আমরা এই অজো পাড়াগাঁয়ে কর্মসূচি পালন করছি। ২০২৫ সালে বিশ্ব ৫১৬ মিলিয়ন টন প্লাস্টিক ব্যবহার করবে বলে আশা করা হচ্ছে। বিশ্ব উৎপাদিত মোট প্লাস্টিকের মাত্র ৯% পুর্নব্যবহার করা যাবে বলে ধারনা করা হয়। তাহলে বাকি প্লাস্টিক গুলো কোথায় যাবে? নিশ্চিত পরিবেশে মিশবে। আর পরিবেশের দূষণ মাত্রা বাড়িয়ে তুলবে দিনকে দিন যা আমাদের বাস অযোগ্য করে তুলবে। তাই আমাদের অতিসত্বর নিজে সচেতন হয় এমনকি অন্যকে সচেতন করে প্লাস্টিকের ব্যবহার সীমিত করার প্রয়োজন বলে মনে করি।
এসময় আরো উপস্থিত ছিলেন মানবতার জন্য সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শাহিন সরকার, সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আঃমান্নান, প্রচার সম্পাদক সুলতান সরকার, আইন বিষয়ক সম্পাদক সাইদুর রহমান লাবু, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সতেজ,নিরব, সাব্বির, সদস্য অপু প্রমুখ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *