গাংনীতে জামায়াতের মতবিনিময় ও ক্ষুদে বিজ্ঞানী আল কাসাবকে সংবর্ধনা

মেহেরপুর অফিস
গাংনীর হাড়াভাঙ্গায় মসজিদের ইমাম ও সুধীজনদের সাখে মতবিনিময় সভা এবং ক্ষুদে বিজ্ঞানী আল কাসাবকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে কাজিপুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে হাড়ভাঙ্গা এইচবি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জামায়াতের শূরা সদস্য ও জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাজমুল হুদা।
কাজিপুর ইউনিয়ন চেয়ারম্যান মুহা: আলম হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত গাংনী উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মফিজুর রহমান, সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, কাজিপুর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাকসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, ইমামদের মসজিদের মেম্বরে দাঁড়িয়ে এখন থেকে হক কথা বলতে হবে। এছাড়া কোরআন এবং হাদিসের আলোকে সমাজ ও দেশ গঠনে ইমামদের ভূমিকা পালন করতে হবে।
তারা আরও বলেন কাজীপুর ইউনিয়নের পীরতলা গ্রামের কৃতি সন্তান আল কাসাব অল্প বয়সে আল্লাহর রহমতে সে বিজ্ঞানের নানা বিষয় নিয়ে ও বহির্বিশ্বের শত্রুর হাত থেকে আমাদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য বেশ কিছু উদ্ভাবন নিয়ে সারাদেশে সাগা ফেলেছে, এই বয়সেই তার চিন্তা গুলি সফল হলে আমাদের দেশের জন্য অনেক ভালো কিছু বয়ে আনবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *