স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন, ধূমপান একটি নেশা নয়, এটি এক ধরনের ভালোবাসা ও মায়াজাল, যেটা থেকে বেরিয়ে আসা কঠিন হলেও অসম্ভব নয়। পরিবার থেকেই ধূমপানের বীজ বপন হয়। শিশু যখন দেখে তার আশপাশের বড়রা ধূমপান করছে, তখন সে মনে করে এটি অন্যান্য খাবারের মতোই স্বাভাবিক মনে করে।
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি’।
অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার শাখা) শারমিন আক্তারের সভাপতিত্বে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার গোলাম মওলা, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তত্বাবধায়ক ডাঃ বিদ্যুত কুমার বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জহিরুল ইসলাম আরো বলেন, বিশেষ করে গ্রামাঞ্চলে শিশুদের দিয়ে সিগারেট আনানো কিংবা আগুন ধরানোর জন্য পাঠানোর প্রবণতা বেশি। এটা খুবই ভয়ংকর একটি বিষয়। একজন মানুষ যদি দৃঢ় সিদ্ধান্ত নেয় আজ থেকেই তামাকজাত দ্রব্য সেবন করবো না, তাহলে ধীরে ধীরে তিনি বুঝতে পারবেন এতদিন তিনি কী ভয়াবহ জিনিস গ্রহণ করছিলেন। আমরা মুখে বলি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু নিজেরাই ধূমপান করি। এতে করে আমাদের পরিবার, বন্ধুবান্ধব এমনকি সমাজের নিরাপত্তাও হুমকির মুখে পড়ে। আমরা যদি নিজেরাই এ থেকে বিরত থাকি, তবে অন্যদের উৎসাহিত করতেও পারব। একদিন গর্ব করে বলতে পারব-আমি ধূমপান করি না।
আলোচনা সভার আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। এরপর র্যালি সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে শেষ হয়। সহকারী কমিশনার আশফাকুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল ইসলাম, সহকারী কমিশনার নাঈমা জাহান সুমাইয়া, এ এস এম আব্দুর রউফ শিবলু, নুরুল হুদা মনির, সদর উপজেলা ভূমি কর্মকর্তা আশিষ মোমতাজ, মোহাম্মদ আলাউদ্দীন আল আজাদ, ফাহাদ চৌধুরী, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বদরুল আলমসহ আরও অনেকে। আলোচনা শেষে তামাক বিরোধী রচনা প্রতিযোগিতায় বিজয়ী ৩ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।
চুয়াডাঙ্গা বিশ্ব তামাকমুক্ত দিবসে র্যালী ও আলোচনা সভা মুখে বলি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু নিজেরাই ধূমপান করি জেলা প্রশাসক জহিরুল ইসলাম
