ঢাকায় মঞ্চস্থ হলো আলমডাঙ্গার লিমনের লেখা দুই নাটক

আলমডাঙ্গা অফিস
জাতীয় যুব দিবস ২০২৫ উপলক্ষে ঢাকার সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে আয়োজিত পাঁচ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চস্থ হয়েছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ছেলে আসাদুজ্জামান লিমনের রচনা ও নির্দেশনায় দুটি নাটক। সাভারে অনুষ্ঠিত এ আয়োজনে দেশের ৬৪ জেলা থেকে আসা যুব সংগঠক ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। নাটক দুটি দর্শকদের প্রশংসা কুড়া


সমাপনী দিনে যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. বশিরুল আলম লিমনের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের যুগ্ম সচিবসহ অন্যান্য অতিথিরা।
পুরস্কার পেয়ে লিমন বলেন, ‘ছোট শহর থেকে এসে ঢাকার মঞ্চে নাটক মঞ্চস্থ করতে পেরে খুব ভালো লাগছে। দর্শকদের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করেছে। সামনে আরও ভালো কিছু করার চেষ্টা থাকবে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *