স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার নূরনগর দক্ষিণপাড়ায় বাইতুর রহমান জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মেহেদী। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় অস্থায়ী মসজিদের নববীতে আনুষ্ঠানিক ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পৌর বিএনপি সভাপতি পৌর সভার সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, অ্যাডভোকেট আকসিজুল ইসলাম রতন, সালাউদ্দিন মো: মর্তুজা, ইঞ্জিনিয়ার স্বপন, মুক্ত বিশ্বাস, চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার সভাপতি মাহমুদুল হক পল্টু, মকসুদুল মালিক মুকসু, চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার শিক্ষক রকিবুল ইসলাম, আবুল হুসাইন, স্বপন মিয়া, মুফতি হাবিবুল্লাহ বাশার, খতিব মাওলানা আরিফুল ইসলাম হাওলাদার, মাওলানা জসিম উদ্দিন, মোয়াল্লেম মুফতি হাফিজুর রহমান, মোয়াল্লেম মোস্তফা কামাল কাসেমী।
বাইতুর রহমান জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মোয়াল্লেম মোস্তফা কামাল কাসেমী। হাফেজ আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হামিদুর রহমান সন্টু, মাহবুবুর রহমান মিন্টু, হাফিজুর রহমানসহ ওই এলাকার মুসল্লীগণ।
উল্লেখ্য- বাইতুর রহমান জামে মসজিদের জমি দান করেছিলেন নূরনগর গ্রামের মরহুম হাজী শাহের আলী। মসজিদটি নির্মাণের জন্য ৪ তালা ফাউন্ডেশন বিশিষ্ট নকশা করা হয়েছে।