পদ্মবিলা প্রতিনিধি
চুয়াডাঙ্গার বোয়ালিয়ায় নবগঙ্গা নদীর পানির চাপে ভেঙ্গে যাওয়া সড়কের উপর এলাকার জনগণ বিকল্প পথ হিসেবে বাঁশের সাঁকো তৈরি করে পারাপার হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছেন দু’একদিনের মধ্যেই ভাঙ্গা সড়ক মেরামত করে জনসাধারণের চলাচলের ব্যবস্থা করা হবে।
জানা যায়, কয়েকদিনের টানা বর্ষণে চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালিয়া টু সাহেবনগরের মাঝামাঝি খাসকররা সড়কে নবগঙ্গা নদীর পানির তোড়ে সড়ক ভেঙ্গে এলাকার জনসাধারণের একমাত্র সড়কের সাথে যোগাযোগ বিছিন্ন হয়ে যায়। গতকাল শুক্রবার সকালে এলাকার জনগন বিকল্প পথ হিসেবে বাঁশের সাঁকো তৈরি করে পারাপার করছেন। সড়কের সংযোগ বিছিন্ন হবার কারনে এলাকার হাজার হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছেন। সড়কটি ভেঙ্গে যাওয়াই এলাকাবাসী তাদের গন্তব্য স্থল জেলা শহরসহ এবং এলাকার বৃহত্তম সরোজগঞ্জ বাজারে যেতে পারছে না। এলাকাবাসী সড়কটি দ্রত মেরামতের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট। তবে এলাকাবাসী জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছেন দু একদিনের মধ্যেই বিকল্প সড়ক তৈরি করে দেয়া হবে।