জীবননগর অফিস
‘তামাক কোম্পানির কুট-কৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জীবননগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালী শেষে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল আমিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আল আমীন বলেন, জীবননগরের মাটি অনেক ভালো। এখানে ফলসহ সব ধরনের ফসল হয়। তবে সীমান্ত ও মনোহরপুর ইউনিয়নে কিছু তামাক চাষ হয়। এই চাষ যদি অন্য ইউনিয়ন গুলোতে ছড়িয়ে যায়, সেটি আমাদের জন্য উদ্বেগজনক বিষয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, সাংবাদিক রিপন হোসেন, ওমর ফারুক, আল আমিন মোল্লাসহ অনেকেই ।
জীবননগরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন
