স্টাফ রিপোর্টার :
চুয়াডাঙ্গায় জামায়াতের রুকন প্রার্থী বাছাই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল চারটায় জেলা কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা প্রশিক্ষণ বিভাগের সভাপতি জিয়াউল হকের সভাপতিত্বে রুকন প্রার্থী বাছাই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন। উপস্থিত সম্ভাব্য রুকন প্রার্থীদের ব্যক্তিগত রিপোর্ট পর্যালোচনা ও প্রার্থী সাক্ষাৎকার শেষে ৩৯ জনকে প্রশ্নপত্র প্রদান করেন তিনি ।
বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী সেক্রেটারী ও চুয়াডাঙ্গা -১ আসনের সংসদ সদস্য প্রার্থী এড মাসুদ পারভেজ রাসেল, প্রশিক্ষণ বিভাগের সভাপতি জিয়াউল হক, মাওলানা মহিউদ্দিন, আলতাফ হোসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সাধারণ সম্পাদক, আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল, চুয়াডাঙ্গা সদর উপজেলা আমীর মাওলানা বিলাল হোছাইন, প্রশিক্ষণ বিভাগের উপজেলা সেক্রেটারী মাওলানা মাজহারুল ইসলাম, সদর উপজেলা সেক্রেটারী গোলাম রসুল ও দর্শনা থানা কর্মপরিষদ সদস্য মাওলানা সাইদুল ইসলাম ।