স্টাফ রিপোর্টার
‘বাজুসের দেয়া জুয়েলারী প্রতিষ্ঠান অনির্দিষ্টিকালের জন্য বন্ধ ঘোষণা প্রত্যাহার করতে হবে, ব্যক্তির দোষের কারণে সাধারণ ব্যবসায়ীদের পেটে লাথি মারা চলবে না, ব্যক্তির অপরাধের দায়, সংগঠন নেবে না। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) চুয়াডাঙ্গা জেলা শাখা আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাজুসের চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শেখ সাদী।
লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) সহ-সভাপতি রিপনুল হাসান ৫ আগস্টের পর দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে তুলতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগকে অবৈধ অর্থের যোগান দেয়ার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে স্বর্ণ চোরাকারবারসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে এক ব্যক্তি নিহতের ঘটনায় হত্য মামলা রয়েছে। এছাড়াও নিষিদ্ধ ষোষিত ছাত্রলীগ ও যুবলীগকে সংগঠিত করতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান সোহাগসহ কেন্দ্রেীয় নেতাদের অবৈধ অর্থের যোগান দেবার অভিযোগসহ ঢাকা ডিএমপি পল্টন থানায় ৪ টি মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, কদিন পরেই পবিত্র ঈদুল আযহা। মফস্বল এলাকায় আমাদের মতো ব্যবসায়ীরা উৎসব-পার্বনে কিছুটা বেচা-কেনা করে। ঠিক ঈদের কয়েকদিন আগে, অনির্দিষ্টকালের জন্য জুয়েলারী প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত আমাদের মতো ব্যবসায়ীদের পেটে লাথি মারার সিদ্ধান্ত। সাংগঠনিকভাবে সংগঠনের সকল নির্দেশনা মেনে নিতে আমরা বদ্ধ পরিকর। কিন্ত পেটে লাথি মারার এই সিদ্ধান্ত আমরা মেনে নিতে পারিনা। বহু অন্যায় ও দূর্নীতির হোতা, চিহ্নিক স্বর্ণ চোরাচালাকারবারী , জুয়ার ব্যবসায়ী এবং হত্যা মামলার আসামীর ব্যক্তিগত দায়-দোষের কারণে জুয়েলারী ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হতে পারে না। আমরা মনে করি, বাজুসের এই সিদ্ধান্ত একজন ব্যক্তিকে বাঁচাতে গিয়ে আমাদের মতো হাজার হাজার জুয়েলারী ব্যবসায়ীর পেটে লাথি মারা হবে। ইতোমধ্যে চুয়াডাঙ্গার ব্যবসায়ীরা এর প্রতিবাদ জানিয়ে জুয়েলারী প্রতিষ্ঠানগুলো খোলা রেখেছে।
এদিকে, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) সহ-সভাপতি রিপনুল হাসানকে গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার থেকে সারা দেশের সব জুয়েলারী প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয় বাজুস। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বাজুসের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক লতিফুল ইসলাম, সদস্য আশাবুল হক, আকরামুর রহমান, মাসুদ কামাল, কামরুজ্জামান, নিজাম উদ্দীন ও রনজিত কুমার।
পল্টন থানার ৪ মামলায় গ্রেফতার বাজুসের সহ-সভাপতি রিপনুল হাসান ব্যক্তির অপরাধের দায়, সংগঠন নেবে না- বাজুস চুয়াডাঙ্গা জেলা শাখার সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ
