স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নবগঠিত চুয়াডাঙ্গা জেলা ইউনিটের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি’র চুয়াডাঙ্গা জেলা কমিটির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। গতকাল সোমবার বেলা ১০টায় শহরের মুক্তিপাড়ায় নিজ বাসভবনে নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের চুয়াডাঙ্গা জেলা কমিটির আহ্বায়ক অ্যাড. আ.স.ম. আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। কমিটির সিনিয়র যুগ্ম-আহবায়ক অ্যাড. সৈয়দ হেদায়েত হোসেন আসলামের সঞ্চালনায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. মারুফ সরোয়ার বাবু, সরকারি কৌশুলী (জিপি) অ্যাড. আব্দুল খালেক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আহসান আলী, কমিটির সদস্য সচিব অ্যাড. মানজার আলী জোয়ার্দ্দার হেলাল, অ্যাড. সিরাজুল ইসলাম (১), অ্যাড. মো. বদিউজ্জামান, অ্যাড. আব্দুল্লাহ আল মামুন, অ্যাড. খন্দকার অহিদুল আলম মানি খন্দকার, অ্যাড. রুবিনা পারভীন এবং অ্যাড. আসাদুজ্জআমান মিল্টন উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি মো. শরীফুজ্জামান শরীফ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন সদস্য সংগ্রহে যাচাই-বাছাই করে অন্তর্ভুক্ত করতে হবে। সকল ভেদাভেদ ভূলে নির্ধারিত সময়ের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ওপর তাগিদ দেন। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সকল কাজে পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
নবগঠিত কমিটির আহবায়ক অ্যাড. আ.স.ম. আব্দুর রউফ বলেন, জেলা বিএনপির নেতৃত্বে ও ফোরামের সকল সদস্যদের সহযোগিতায় আগামীদিনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক ভীত মজবুত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দের সাথেমতবিনিময় করলেন বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ
