স্টাফ রিপোর্টার
জীবননগরে অজ্ঞান পাটির খপ্পরে পড়ে এক গরু ব্যবসায়ী সংঙ্গাহীন হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে। সংঙ্গাহীন ব্যক্তির নাম সিদ্দিক মিয়া (৬০)। বাড়ি মহেশপুর উপজেলার জুগাহুদা গ্রামে
জানা যায়, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার টুকু মিয়ার ছেলে সিদ্দিক মিয়া পেশায় চাষাবাদ ও ব্যবসা করেন। গতকাল গরু কেনার জন্য খালিশপুর থেকে বাসযোগে ভালাইপুর গরু হাটে আসছিলো। বাসের মধ্যে অঙ্গান পার্টির খপ্পরে পড়ে সংঙ্গাহীন হয়ে পড়েন সিদ্দিক মিয়া। বিষয়টি বাসের অন্য যাত্রীরা দেখলে অসুস্থ সিদ্দিক মিয়াকে বাস থেকে নামানো হয়। পরে এলাকাবাসীর সহযোগিতায় তাকে দুপর দেড় টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সিদ্দিকের মেয়ে ফেরদৌসি খাতুন বলেন, আমার বাবা গরু কেনার জন্য ডুগডুগি যাচ্ছিল। পথিমধ্যে অঙ্গান পার্টি তার কাছে থাকা লক্ষাধিক টাকা কেড়ে নিয়ে পালিয়ে যায়। আমার বাবা হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি রয়েছে।
জীবননগরে অজ্ঞান পাটির খপ্পরে পড়ে এক গরু ব্যবসায়ী হাসপাতালে
