জীবননগরে তিনদিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন

জীবননগর অফিস
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্য নিয়ে জীবননগরে তিন দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০ ঘটিকায় উপজেলা ভূমি প্রশাসনের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতা উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলামিন ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা। এর আগে ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ ক
মেলায় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা হাফিজুর রহমান, উথলী ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা ইউনুচ আলী, হাসাদাহ ইউনিয়ন ভূমি অফিসের সহকারি কর্মকর্তা আশরাফুল আলম সহ স্থানীয় কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আয়োজকরা জানান, মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি-সম্পর্কিত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। মেলায় এসে নাগরিকরা সহজেই খতিয়ান উত্তোলন, নামজারি, জমা খারিজ, অনলাইনে ভূমি কর পরিশোধসহ নানা সেবা গ্রহণ করতে পারছেন। এতে ভোগান্তি কমবে এবং ভূমি প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়বে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *