দামুড়হুদায় কৃষক-কৃষানিদের নিয়ে মাঠ দিবস ও কারিগরি আলোচনা

দামুড়হুদা অফিস
‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যে কৃষক-কৃষানিদের নিয়ে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১২টার দিকে দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নে মোক্তারপুর গ্রামে ২০২৪-২৫ অর্থ বছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর জিংক সমৃদ্ধ ব্রিধান-১০০জাত, ক্রপিং প্যার্টার্ণ: সরিষা-বোরো-রোপা আমন এর কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা খালিদ সাইফুল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, সাধারণ সম্পাদক তানজীর ফয়সাল। উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, জালাল উদ্দিন, নাজমুল ইসলাম, মামুনসহ অনেকেই।
অনুষ্ঠিত মাঠ দিবস অনুষ্ঠানে কৃষক-কৃষানিরা অংশ গ্রহণ করেন এবং উপস্থিত কৃষি কর্মকর্তাগণ গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *