চুয়াডাঙ্গায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্য নিয়ে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। “২০৪০ এর মধ্যে দেশ হোক তামাকমুক্ত” এ শ্লোগানকে ধারন করে গতকাল শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে তামাকজাত দ্রব্যের অপব্যবহার প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগ, জনসচেতনতা বৃদ্ধি এবং একটি স্বাস্থ্যসম্মত সমাজ গঠনের আহ্বান জানান। তামাকমুক্ত সমাজ গড়তে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ ও কার্যকর আইন প্রয়োগ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্নসচিব শারাবান তাহুরা, ঢাকা আহসানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ, চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব উল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী, সদর উপজেলা নির্বাহী অফিসার এম. সাইফুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার আহবায়ক আসলাম হোসেন অর্ক, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মামুনুল হক প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *