রেজাউল মোস্তফা (চট্টগ্রাম প্রতিনিধি)
মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উত্তর পাহাড়তলী শাপলা আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি প্রাঙ্গনে সাধারণ জনগণকে নিয়ে বিনামূল্যে হেল্থ ক্যাম্প ও মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
মোস্তফা ব্লাড ব্যাংকের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক ও গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের যৌথ উদ্যোগ উক্ত হেল্থ ক্যাম্পে সেবা প্রদান করা হয়।
এ সময় ৮৫ জনকে ব্লাডগ্রুপ নির্ণয়, ৫২ জনকে নাক ও কান ছিদ্র করা হয়, ৩৫ জনকে ডাইবেটিস পরীক্ষা করা হয়।
এ সময় একশত জন পুরুষ ও মহিলা রোগের সেবা প্রদান করা হয় এই ক্যাম্প থেকে। সেবা নেওয়া রোগীদের জন্য গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারে ৩৫% ছাড়ে পরীক্ষা করার সুযোগ পেয়ে সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রম চলমান থাকে।
ক্যাম্প থেকে সেবা পেয়ে সাধারণ জনগণের মাঝে সন্তুষ্টি দেখা দেয় এবং এই রকম প্রতি মাসে অন্তত পক্ষে একবার আয়োজন করে তাদের সেবা দেওয়ার জন্য প্রস্তাব রাখেন নিতে আসার রোগী ও রোগের স্বজনরা ।
উক্ত ক্যাম্পে উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সভাপতি রেজাউল মোস্তফা, সহ – সভাপতি মোস্তফা মোরশেদ শ্রেয়াস ও রিদুয়ান রনি, সাংগঠনিক আরফান হামিম সিয়াম, অফিস ডিপার্টমেন্ট বিভাগীয় প্রধান ইয়াসিন আরাফাত, সহকারী ফারিয়া সিদ্দিকা জেবা, সানজিদা আক্তার, ব্লাড ডিপার্টমেন্ট সহকারী রোবেয়া সিদ্দিকা, আইসিটি মিডিয়া বিভাগীয় প্রধান নাদিম শেখ, তানভীর সারিয়ার ইমন, ইমতিয়াজ রাফি, মুনতাসীর মাহমুদ, সাকিব, সায়িফ খান, আফসানা রহমান মীম, রাকিব আল ইসলাম, আরমান কাদের, ফারহানা আক্তার নওরীন, সৌভিক, তাবাসসুম ইসমাত তারিনসহ২০ জনের বেশি সদস্যদের উপস্তিতির মধ্যে দিয়ে সেবার কার্যক্রম সুন্দর ভাবে সম্পূর্ণ করা হয়েছে।