চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় আন্তর্জাতিক জীববৈচিত্র দিবস পালন

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক জীববৈচিত্র দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এক র‌্যালীর ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করে মানবতার জন্য সংগঠন। হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন স্বপনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড়সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজ প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক ও মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আহসান হাবিব শিপলু। এসময় বিশেষ অতিথি ছিলেন হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিা, মানবতার জন্য সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আঃ মান্নান, অর্থ বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ মামুন, সদস্য সতেজ। অনুষ্ঠানটি পরিচালনা করেন হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম।
পৃথিবীর বিভিন্ন দেশে যথাযথ ভাবে দিবস টি পালন করা হয়। জীববৈচিত্রের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্যই এই দিবসটি পালন করে সারা বিশ্বব্যাপী। চুয়াডাঙ্গা জেলায়ও এই দিবস টি পালন করলো মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন।
সংগঠনের সভাপতি আহসান হাবিব শিপলু বলেন, জীববৈচিত্র ধ্বংস হয়ে গেলে ধ্বংস হয়ে যাবো আমরা, আগামী প্রজন্ম সুরক্ষিত রাখতে আমাদের সবার উচিত নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়া। তিনি জীববৈচিত্র বিভিন্ন ব্যাখ্যা দিয়ে বলেন আমরা জীবের সাথে ওতপ্রোত ভাবে জড়িত। আমাদের দেশে জীববৈচিত্র্য হুমকির মুখে। জাতিসংঘ ১৯৯২ সাল হতে এই দিবসটি পালন করতো ২৯ শে ডিসেম্বর কিন্তু ২০০০ সাল হতে ২২শে মে দিবসটি পালন হয়ে আসছে। তাই সবাই আসুন আমরা ঐক্যবদ্ধ ভাবে একটি সবুজ সোনালীর বাংলাদেশ রুপান্তরিত করি।


এদিকে, আলমডাঙ্গায় জীববৈচিত্র সংরক্ষণ যুব সংস্থা ও পানকৌড়ি কনজারভেশন ক্লাবের যৌথ উদ্যোগে পালিত হলো আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস- ২০২৫। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় আলমডাঙ্গা পৌর শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বাহির করা হয়। র‌্যালিটি শহরের স্বাধীনতা স্তম্ভে পথসভা করে চারতলার মোড়ে এস শেষ হয়। পথ সভা শেষে বক্তরা বলেন- জীববৈচিত্র্যের গুরুত্ব তুলে ধরেন এবং বাসযোগ্য পৃথিবীর প্রত্যাশা কামনা করে সকলকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন- আলমডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মাহমুদুল হক, উপজেলা বন অধিদপ্তর এর কর্মকর্তা মোশাররফ হোসেন, আলমডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক আমিরুল ইসলাম জয়, চুয়াডাঙ্গা পানকৌড়ি কনজারভেশন ক্লাবের প্রতিষ্ঠা সভাপতি বখতিয়ার হামিদ, আলমডাঙ্গা জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থার সভাপতি সাঈদ এম হিরন।
সবশেষে সংগঠনের কর্মীরা আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের শতবর্ষী কাঠগোলাপ ও পাম গাছে নামফলক স্থাপনসহ আলমডাঙ্গা উপজেলা মডেল স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রীদের মাঝে সচেতনতা মূলক প্রচারণা চালায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *