সাপাহারে প্রচন্ড তাপদাহে অসহায় মানুষের পাশে ছাত্রদল‌

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: প্রচণ্ড তাপদাহে যখন জনজীবন বিপর্যস্ত, তখন এক বোতল পানি ও স্যালাইন হয়ে উঠছে পথচারী ও পরীক্ষার্থীদের জন্য পরম স্বস্তির উৎস। এমন প্রতিকূল আবহাওয়ায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে নওগাঁর সাপাহার উপজেলা ও সরকারি কলেজ শাখা ছাত্রদল।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও পরীক্ষা কেন্দ্রগুলোর সামনে সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক ওয়ালিউর ইসলাম নাইমের নিজ উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের অভিভাবক, পথচারী ও সাধারণ জনগণের মাঝে বিশুদ্ধ পানিসহ খাবার স্যালাইন বিতরণ করা হয়। এ সময় তারা শতাধিক মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন।

এবিষয়ে সাপাহার সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়ালিউর ইসলাম নাঈম বলেন, “এই প্রচণ্ড গরমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ছাত্রদলের এই মানবিক উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।”

সাপাহার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা ও দিকনির্দেশনায় দেশের প্রতিটি উপজেলায় ছাত্রদল মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সাপাহারেও আমরা সেই উদ্যোগ বাস্তবায়ন করছি।”

এ সময় সাপাহার সরকারি কলেজ ও উপজেলা ছাত্রদলের উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাসান আলী, রেজুয়ান, হাবিবুর রহমান, কলেজ শাখার নেতা জীবন, নাসরুল্লাহ, নাইম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *