স্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গায় ভেজাল শিশু খাদ্য বিক্রি করায় এক দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ধ্বংস করা হয়েছে ৪ বস্তা জুস। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের বড় বাজার এলাকায় ভোক্তা অধিকার এ অভিযান পরিচালনা করেন।
জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে চুয়াডাঙ্গা শহরের বড়বাজার ও নিচের বাজার এলাকায় অভিযান চালানো হয়। আজ বৃহস্পতিবার বেলা ১১.০০ থেকে ১২.৩০ পর্যন্ত পরিচালিত অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্য, খাবার সামগ্রী (শিশু খাদ্য) তদারকি করা হয়। এ সময় মানহীন, ভেজাল, যথাযথ তথ্য না থাকা পণ্য ক্রয়-বিক্রয়, সংরক্ষণ ও সরবরাহ করায় তাজিমুল ইসলামের প্রতিষ্ঠান মেসার্স তাজমুল স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৩৭ অনুসারে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ওই প্রতিষ্ঠানকে দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়। পরে জব্দকৃত ০৪ বস্তা জুস বার ধ্বংস করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, শিক্ষার্থী প্রতিনিধি মো: মুশফিকুর রহিম, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: গোলাম ফারুক, বাজার কমিটির সদস্যবৃন্দ ও জেলা পুলিশের একটি টিম।