মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধপথে ভারত-বাংলাদেশে যাতায়াতের সময় ৩৫ বাংলাদেশী নাগরিক আটক , মাদক উদ্ধার

স্টাফ রিপোর্টার

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে আবার বাংলাদেশ থেকে ভারতে  যাতায়াতের সময় ৩৫ বাংলাদেশী নাগরিককে  আটক করা হয়ছে। গতকাল বুহস্পতিবার পৃথক অভিযানে এসব বাংলাদেশী নারী-পুরুষ ও শিশুকে আটক করা হয়।  অপর দুটি অভিযানে ১ মাদক ব্যবসায়ীসহ ফেন্সিডিল উদ্ধার করা হয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে পারগোপালপুর গ্রামের মোঃ শরিফুল ইসলামের কচু ক্ষেতের মধ্যে হতে নায়েক মোঃ সোহাগ আল-মামুন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় যাদবপুর গ্রামের  মোঃ মেহেরাব উদ্দীন (২৭ কে ৩ বোতল ফেন্সিডিলসহ  আটক করা হয়। একই দিন রাত সাড়ে ১২টার দিকে আকন্দবাড়িয়া হতে হাবিলদার মোঃ ফারুক এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ভারতীয় ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

অপরদিকে সকাল ৭ টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৩৫-আর হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা গ্রামের মাঠে হাবিলদার জিনারুল ইসলাম এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় বাংলাদেশী ৬ জন  নাগরিককে আটক করা হয়। এদের মধ্যে ২ জন পুরুষ, ১ জন নারী ও ৩ জন শিশু। এদের বাড়ি কুষ্টিয়া ও নড়াইল জেলায় । একই দিন সকাল সাড়ে ৬টার দিকে পলিয়ানপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/২০-আর হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পলিয়ানপুর গ্রামের ভুট্টা ক্ষেতের মধ্যে হতে হাবিলদার মোঃ জুয়েল আহমেদ এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করা হয়। এ সময় ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় ১৮ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। এদের মধ্যে পুরুষ ৪ জন, নারী ৭ জন ও শিশু রয়েছে ৭ জন।  আটককৃতদের বাড়ি নড়াইল ও ঝিনাইদহ জেলায়। সকাল সাড়ে ১০টার দিকে শ্রীনাথপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/১৫৫-আর হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্রীনাথপুর ঈদগাহ মাঠের সামনে হতে নায়েব সুবেদার মোঃ আব্দুস সালাম এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করেন। এ সময় বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময়  ১১ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। এদের ৪ জন পুরুষ, ৩ জন নারী ও ৪ জন শিশু। আটককৃতদের বাড়ি নড়াইল জেলায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *