আলমডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গায় বর্ণাঢ্য নানা আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন করেছে যুব রেড ক্রিসেন্ট আলমডাঙ্গা সরকারি কলেজ শাখা। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

বিশেষ এই দিবস উপলক্ষে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে। পরে সরকারি কলেজ প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক আব্দুল মুনায়েম। দিবসটি উপলক্ষে তিনি বলেন, প্রতিটি দুর্যোগে আমাদের কর্মী ও স্বেচ্ছাসেবকরা আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে, যা সোসাইটিকে আরো গতিশীল করছে। মানবতাকে বাঁচিয়ে রাখতে জীন হেনরি ডুনান্টের প্রতিষ্ঠা করা এই সংগঠন আরো অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন প্রধান আলোচক সহকারি অধ্যাপক মহিতুর রহমান। বিশেষ আলোচক ছিলেন সিনিয়র প্রভাষক ড. মহবুব আলম, সিনিয়র প্রভাষক শরিয়ত উল্লাহ, সিনিয়র প্রভাষক লুৎফুন নেছা, প্রভাষক জামাল উদ্দিন, প্রভাষক সাব্বির আহমেদ, প্রভাষক আবু সাইদ, প্রভাষক তারিক আহসান, প্রভাষক  শামীম আহমেদ, ক্রিড়া শিক্ষক সাঈদ হিরন  প্রমুখ। সোসাইটির যুব স্বেচ্ছাসেবক ও সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *