মেহেরপুর অফিস
নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। পরে জেলা পরিষদ চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী সামিউল হক। অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তৌহিদুল কবীরসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নানা শ্রেণির পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।