চুয়াডাঙ্গায় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ১ জন আটক, ৭ দিনের জেল জরিমানা

স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়ার মাথাভাঙ্গা ব্রীজের নিচ থেকে বুফ্রেনরফিন ইনজেকশনসহ ১ জনকে আটক করা হয়েছে। পরে আটক শহিদুলকে ভ্রম্যমান আদালতের মাধ্যমে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। গতকাল বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বেলাল হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক শাহ জালাল খান, উপপরিদর্শক কবির উদ্দিন তালুকদার ও রাকিবুল ইসলাম রাসেলসহ অন্যান্য সদস্যদের সমন্বয়ে গঠিত রেইডিং টিম অভিযান পরিচালনা করে। তারা চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় দৌলতদিয়াড় মাথাভাঙ্গা ব্রীজ নিচ হতে শহিদুল (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার দেহ তল্লাশী করে শার্টের পকেট হতে ২ পিচ বুফ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। পরে সহকারী কমিশনার ভূমি আশিস মোমতাজ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বুফ্রেনরফিন ইনজেকশন ব্যবহারের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন। শহিদুল চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ বটতলা পাড়ার দুখু শেখের ছেলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *