স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা পৌর এলাকার জোয়ার্দ্দারপাড়ার একটি বাড়ি থেকে ২৬ বস্তা নকল বিড়ি জব্দ করেছে পুলিশ। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়। তবে অভিযানের সময় বাড়ির মালিক সাব্বির কৌশলে পালিয়ে যান।
গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই-এর সদস্যরা জানতে পারে, চুয়াডাঙ্গা পৌরসভার পিছনে জোয়ার্দ্দার পাড়ায় কয়েকজন নকল বিড়ি নিয়ে এসে বেচাকেনা করছে। এ তথ্যের ভিত্তিতে এনএসআই ও পুলিশ সাব্বিরের বাড়িতে যৌথ অভিযান চালায়। অভিযানের খবরে সাব্বির পালিয়ে গেলেও বাড়ি থেকে বিপুল পরিমাণ নকল বিড়ি উদ্ধার করা হয়। ২৬ বস্তায় প্রায় সাড়ে ৬ লাখ শলাকা বিড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত বিড়িগুলো “আকিজ” ব্র্যান্ডের হুবহু অনুকরণে তৈরি করা হয়েছিল। এগুলো কুষ্টিয়ার আল্লারদরগা এলাকায় উৎপাদন করে চুয়াডাঙ্গায় বিপণনের উদ্দেশ্যে গুদামজাত করা হয়েছিল।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, এ ঘটনায় বাড়ির মালিক সাব্বিরকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি নকল বিড়ি উৎপাদন ও সরবরাহে জড়িত চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত