হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

স্টাফ রিপোর্টার
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখা। গতকাল সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে চুয়াডাঙ্গা সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশের দাবিতে বিক্ষোভকারীরা মশাল হাতে বিভিন্ন স্লোগান দেন। এ কর্মসূচি থেকে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনসমূহকে নিষিদ্ধ ঘোষণারও দাবি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন, মুখ্য সংগঠক সজিবুল ইসলাম, সদর উপজেলা সদস্য সচিব ফাহিম হোসেন, দামুড়হুদা উপজেলা যুগ্ম সদস্য সচিব জুবায়ের হোসেন, সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক আবু হুমাইদি মুহাম্মদ ইউশাসহ সংগঠনের অন্তত ১০ জন নেতাকর্মী।
কর্মসূচিতে আহ্বায়ক আসলাম হোসেন বলেন, গতকাল (সোমবার) গাজীপুরে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর উপর যে হামলা হয়েছে তা কাপুরুষোচিত। আমরা জানি, এই হামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা জড়িত। হামলা চালিয়ে ছাত্র সমাজকে দমন করা যাবে না। আমরা সরকারের কাছে দাবি জানাই, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দ্রুত প্রকাশ করতে হবে এবং যাঁরা এই বিপ্লবে মুখ্য ভূমিকা রেখেছেন তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনসমূহকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *