নির্বাচনের মধ্যে শেষ হল আমদাহ ইউনিয়ন কমিটি সভাপতি ইলিয়াস, সাধারণ সম্পাদক সাব্বির

মেহেরপুর প্রতিনিধি
দেশব্যাপী বিএনপির তৃণমূল স্তরের মেয়াদোত্তীর্ণ কমিটি পূর্ণগঠনের অংশ হিসেবে মেহেরপুর জেলার আমদাহ ইউনিয়ন বিএনপির কমিটি পূর্ণগঠন করা হয় নিরপেক্ষ ভোটের মাধ্যমে। গতকাল সোমবার আমদাহ ইউনিয়নের রায়পুর খেলার মাঠে সকাল থেকে জেলা বিএনপির সম্মেলনের মধ্যেদিয়ে শুরু হয় কাউন্সিল।
জেলা বিএনপি আহ্বায়ক কমিটি সদস্য আলমগীর খান সাতুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন, বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম প্রমুখ।
সভাপতি প্রাথী হিসেবে মীর মালেকুজ্জামান মারুফ ঘোড়া মার্কা প্রতিকে ও ইলিয়াচ বিশ্বাস ছাতা মার্কা প্রতিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সাধারণ সম্পাদক পদে সাব্বির আহামেদ ফুটবল মার্কায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় অংশগ্রহণ করেন।
ইউনিয়নের মোট ৯টা ওয়াডের মোট ৪৫৯ ভোট। ভোট গ্রহণ বেলা দুই ঘটিকায় শুরু হয়ে বেলা ৪ ঘটিকটা পযন্ত চলমান থাকে। ভোট গণনা শেষে জানা যায় মোট ৪০৭ টি ভোট পোল হয়। ইলিয়াচ বিশ্বাস সভাপতি প্রাথী ছাতা মার্কায় ২৮০ ভোট ও প্রতিদ্বন্দ্বী পদপ্রার্থী মীর মালেকুজ্জামান মারুফ ঘোড়া মার্কায় ১২১ ভোট পান। সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাব্বির আহামেদ ফুটবল মার্কায় ৩৫৯ ভোট ও প্রতিদ্বন্দ্বী পদপ্রার্থী মীর আসাদুল মোরগ মার্কায় ২৭ ভোট পান। ভোট গ্রহণ শেষে মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাবেদ মাসুদ মিল্টন এই ফলাফল ঘোষণা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *