জয়রামপুরে জোরপূর্বক গাছ কাটার প্রতিবাদে মারপিটের ঘটনায় মামলা, প্রধান আসামী শাহজাহান গ্রেফতার


স্টাফ রিপোর্টার:

দামুড়হুদার জয়রামপুর কাঁঠাতলায় বিবাদপূর্ণ জমি থেকে জোরপূর্বক গাছ কাটার প্রতিবাদে দুই নারীসহ তিনজনকে মারপিটের ঘটনায় মামলার প্রধান আসামী শাহজাহানকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দামুড়হুদা বাসস্ট্যাস্ট থেকে গ্রেপ্তার করে মামলার তদন্ত কর্মকর্তা দামুড়হুদা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান। তিনি বলেন, এই মামলার প্রধান আসামী শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল (আজ) সোমবার আদালতে সোপর্দ করা হবে। বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার শাহজাহান আলী (৪৫) দামুড়হুদা উপজেলার দশমীপাড়ার আব্দুল মান্নানের ছেলে।
এর আগে, ২৫ এপ্রিল দামুড়হুদার জয়রামপুর কাঁঠালতলা বাজারের মৃত রজব আলীর ছোট ছেলে শাহীন আলী বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩৫/৪০জনের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
এজাহার সুত্রে জানা গেছে, দামুড়হুদা থানাধীন জয়রামপুর কাঁঠালতলা বাজারস্থ ঘরবাড়ি ও বাগানসহ বিবাদপূর্ণ জমিতে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছে মৃত রজব আলীর পরিবার। ওই জমি নিয়ে দীর্ঘদিন যাবত পূর্ব বিরোধ চলে আসছে দামুড়হুদা তেলপাম্প মালিক শাহাজাহান আলী গংদের সাথে। বর্তমানে বিবাদীদের সাথে ভুক্তভোগীদের জমি নিয়ে বিজ্ঞ দামুড়হুদা সহকারী জজ আদালতে একটি দেওয়ানী মামলা চলমান রয়েছে। মামলা নং-৪৬/২৩ এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন মামলা নং-৫৮৮/২৩ বিচারাধীন রয়েছে। বিবাদী গং মামলা দুটি নিষ্পত্তি না হওয়া সত্ত্বেও বিবাদপূর্ণ জমির গাছপালা কাটার পায়তারা করে জমি দখলের পায়তারা করে আসছিলো। এরই ধারাবাহিকতায় ২৩ এপ্রিল বুধবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে শাহাজান গং তার ভাড়াটিয়া গুন্ডা বাহিনী নিয়ে দেশীয় অস্ত্রে সুসজ্জিত হয়ে বিবাদপূর্ণ জমির গাছ কাটতে শুরু করে। এক পর্যায়ে ভুক্তভোগী শাহীন আলী তাদরকে গাছ কাটতে বাধা দেয়ায় তাকে মারপিট করে জখম করে। এ সময় শাহীনের মা সাহিদা খাতুন (৬২) ও চাচি স্বপ্না খাতুন (৩০) ঠেকাতে গেলে তাদেরকেউ মারপিট করে শ্লীলতাহানির ঘটনা ঘটায় অভিযুক্ত শাহাজান আলী গংয়ের ভাড়াটিয়া গুন্ডা বাহিনী।
পরবর্তীতে শাহীন আলী বাদী হয়ে ১৫টি মূল্যবান গাছ কেটে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতিসহ তিনজনকে মারপিট করে জখম করার অভিযোগ করে দামুড়হুদা মডেল থানায়।
ছেলে শাহিন আলী বলেন, আমি ঘটনাটি বাড়ির মাধ্যমে জানতে পায় সেখান থেকে ছুটে এসে আমি গাছ কাটতে নিষেধ করলে শাহাজানের গুন্ডা বাহিনী আলিহীম আমাকে ছুটে এসে চড় থাপ্পড় মারে এবং আমার মা চাচি ঠেকাতে গেলে তাদের গায়ে হাত তোলে। এ ঘটনায় একটি মামলা দায়ের করেছি।

              

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *