শিয়াল জবাই করে মাংস বিক্রি করায় যুবকের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

ফেনীতে শিয়াল জবাই করে মাংস বিক্রি করার অপরাধে ওসমান গণি নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩ মে) সন্ধ্যায় শহরের রাজাঝি দিঘির পশ্চিমপাড়ে শিয়ালের মাংস বিক্রির দায়ে এমন আদেশ দেন ফেনী সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।

স্থানীয়রা জানান, জেলার দাগনভূঞা উপজেলার জায়লস্করের ওসমান গণি ফেনী শহরের ব্যস্ততম এলাকা রাঝাঝির দিঘির পাড়ে শনিবার সন্ধ্যায় শিয়াল জবাই করে মাংস বিক্রি করছিলেন। বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে কোর্ট বসিয়ে তাকে এ দণ্ডাদেশ ও জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ফেনী সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার জানান, ওসমান গণি শিয়ালের মাংস বিক্রি করেছিলেন, যা জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক। শিয়াল জবাই করে মাংস বিক্রির অপরাধে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন-২০১১ মোতাবেক ওই ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *